বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৪ অক্টোবর, ২০২০ ১১:৫৪

বিটকয়েনের সাথে যোগ হলো পেপাল

টেক ডেস্ক

সম্প্রতি পেপাল ঘোষণা দিয়েছে, তার গ্রাহকরা পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করে বিটকয়েনসহ অন্যান্য ভার্চুয়াল কারেন্সি কেনা-বেচা করতে পারবে। এই ভার্চুয়াল কয়েনের মাধ্যমে দুই কোটি ৬০ লাখ বিক্রেতার কাছ থেকে পণ্য কিনতে পারবে।

প্রতিষ্ঠানটি জানায়, বিটকয়েনের পরপরই তারা অ্যাথেরিয়াম, লাইটকয়েন ও বিটকয়েন ক্যাশ তাদের অ্যাকাউন্টে যোগ করবে। যার সবই সরাসরি পেপাল ডিজিটাল ওয়ালেটে সংরক্ষিত হবে।

ক্রিপ্টোকারেন্সি বর্তমানে একটি উপযুক্ত পেমেন্ট মেথড হিসেবে গড়ে উঠেছে। পেপাল জানায়, তারা আশা করছে— গ্রাহকদের মাঝে ক্রিপ্টোকারেন্সির ধারণাকে আরও পরিষ্কার করে তুলতে পারবে। এই অফারের অংশ হিসেবে তারা গ্রাহকদের সঙ্গে এই সংক্রান্ত কিছু এডুকেশনাল কনটেন্টও শেয়ার করবে। খবর বিবিসির।