বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৬ অক্টোবর, ২০২০ ০৪:৪৯

জিমেইলের নতুন লোগো

ডেস্ক রিপোর্ট

সম্প্রতি জিমেইলের লোগো পরিবর্তন করেছে টেক জায়ান্ট কোম্পানি গুগল। গুগলের অন্যসব সেবার সঙ্গে মিল রেখে জিমেইলে নতুন লোগোর নকশা করা হয়েছে। গুগলের মূল চার রং নিয়ে অর্থাৎ নীল, লাল, হলুদ ও সবুজ রঙে নকশা করা হয়েছে জিমেইলের এবং পাশাপাশি গুগল ম্যাপস, গুগল ড্রাইভসহ অন্যান্য সেবার লোগোর নকশাও সাজানো হয়েছে।

গুগল চেয়েছিল যে জিমেইলের নতুন নকশার মধ্যে 'এম' অক্ষরটি বাদ দিতে। পাশাপাশি লাল রং বাদ দেওয়ার ব্যাপারটাও বিবেচনায় রেখেছিল তারা। কিন্তু প্রাথমিক জরিপে অংশগ্রহণকারীদের কাছ থেকে নেতিবাচক সাড়া পাওয়ার কারণে গুগল এই নতুন লোগোর নকশাটি করেছে।

২০০৪ সালে জিমেইলের পথ চলার শুরু থেকে তাদের লোগোতে বেশ কয়েকবার পরিবর্তন নিয়ে এসেছে। শুরুর সময়টাতে নাম ছিল ‘গুগল মেইল’। লোগোতেও ছিল প্রতিফলন ‘ শুরু থেকেই এম’ অক্ষরটি খামের মতো।' ঠিক ওই বছরেই প্রথম লোগোটি কয়েক দিন ব্যবহারের পরই 'গুগল মেইল' বাদ দিয়ে ‘জিমেইল’ নাম ব্যবহার করা শুরু হয়। একই বছরে, আগের লোগোর নকশা ঠিক রেখে কিছুটা আধুনিক করা হয়। পরীক্ষামূলক সংস্করণ থেকে বেরিয়ে এসে লোগোটি ২০১০ সাল পর্যন্ত ব্যবহার করা হয়।