বিনোদন ২৬ অক্টোবর, ২০২০ ১১:৩৫

নাটকের গুণগতমান নিয়ে শঙ্কা

নাটক নির্মাণ বাড়ছে, বাজেট কমছে

বিনোদন ডেস্ক

করোনার সংক্রমণের কারণে গত ২২ মার্চ থেকে ছোট পর্দার সব শুটিং স্থগিত করা হয়েছিল। প্রায় তিন মাস বন্ধ থাকার পরে জুন মাস থেকে স্বাভাবি শুটিং শুরু হয়েছে। কাজে ফিরেছেন অনেক শিল্পী-কলাকৌশলীরা। তবে নতুন স্বাভাবিকে তুলনামূলক নাটক নির্মাণ বেড়েছে, কমেছে নাটকের বাজেট।

সংশ্লিষ্টদের ধারনা- কম বাজেটে নাটক নির্মিত হলে দিন দিন নাটকের মান কমতে থাকবে।

জানা গেছে, করোনার আগে বেশির ভাগ একক নাটকের বাজেট ছিল ১ লাখ ৮০ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত।  সেই নাটক এখন নির্মাণ হচ্ছে ১ লাখ ৩০ থেকে ২ লাখের মধ্যে। আগে ধারাবাহিক নাটকের প্রতি পর্বে বাজেট ছিল ৮০ থেকে ৯০ হাজার টাকা, এখন প্রতি পর্বে বাজেট কমে গেছে ২০ থেকে ৩৫ হাজার টাকা।

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির জানান, কিছু অসৎ মানুষের কারণে এই শিল্প রুগ্‌ণ হয়ে যাচ্ছে। তা না হলে বাজেট এতটা কমার কথা না। একটি একক নাটকের বাজেট ৫০ হাজার টাকার মতো কমে গেছে। একটা ধারাবাহিক নাটকের প্রতি পর্বে কমেছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। এই বাজেট দিয়ে নাটক বানানো অসম্ভব।

কিন্তু সম্প্রতি নাটকগুলো গুনগতমান নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন দর্শকরা।  

বাজেট কমার আরেকটি কারণ করোনায় দর্শক কমে যাওয়া। যদিও সময়ের সাথে সাথে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে কিন্তু প্রযোজকরা অর্থ লগ্নি করছেন না। করলেও বাজেট নিয়ে শঙ্কায় আছেন পরিচালকেরা।