বিনোদন ২৭ অক্টোবর, ২০২০ ০৯:৩৫

ভালো গল্প খুঁজছেন আবুল হায়াত

বিনোদন ডেস্ক

চলতি মাসেই ১০টি নাটকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে গণমাধ্যমকে জানায় অভিনেতা আবুল হায়াত। তিনি টিভির পর্দার বেশ পরিচিত একটি মুখ। 

এছাড়া তিনি আরও জানান, ধারাবাহিক নাটকেও কাজ করার কথা ছিল। সেটাও করছি না। চেষ্টা করছি একটু হিসেব করে বুঝে কাজ করার। কারণ করোনার অবস্থা তো ভালো না।

করোনার শুরু থেকেই খুব সাবধানতা অবলম্বন করছেন এই অভিনেতা। গত মাসে শুধু একটা নাটকে দেখা গিয়েছে তাকে। এর আগে পূজার দুটি নাটক ও পাশাপাশি একটি ওভিসি তে কাজ করেছেন তিনি।

 'মূল্য অমূল্য' নামে একটি মঞ্চ নাটকে নভেম্বরের ৬ তারিখ শো করার কথা ছিল কিন্তু করোনার কথা বিবেচনা করে সেটাও বাতিল করেছেন তিনি।

বর্তমান নাটকের বাজেট সংকটের প্রসঙ্গে হতাশা প্রকাশ করে তিনি জানান, নাটকের বাজেট কমে গেছে এখন। আগে ৫-১০ লাখ টাকা বাজেটের নাটকেও কাজ করেছি। এখন সেই বাজেট নেমে এসেছে ১-২ লাখ টাকার মধ্যে। শিল্পীদের সম্মানী এখন আকাশচুম্বী। নাটকের ৭০ ভাগ বাজেটই নিয়ে নেয় শিল্পীরা। তাহলে আর থাকে কি! পরিচালক, প্রডিউসারদের বিরুদ্ধে পত্র পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে চলতি মাসের ২৯ তারিখ একটি খণ্ড নাটকে কাজে ফিরছেন বলে জানান তিনি। দুটো অনুদানের সিনেমায়ও  কাজ করতে পারেন বলে জানান তিনি।