রাজনীতি ২৭ অক্টোবর, ২০২০ ১১:৪৪

কারাগারে ডাল-ভাতে লাঞ্চ হাজি সেলিমপুত্রের

ইরফান সেলিম

ইরফান সেলিম

নিজস্ব প্রতিবেদক

নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধরের অভিযোগে করা মামলায় কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম। এখন পর্যন্ত তিনি ভিআইপি বা আলাদা রুম পাননি। 

কারা সূত্র জানায়, ইরফান সেলিমকে কারাগারের শাপলা ভবনের রিজার্ভ রুমে সাধারণ বন্দীদের সাথে রাখা হয়েছে। আজ দুপুরে অন্যান্য বন্দিদের সঙ্গে কারাগারে রান্না করা খাবার ডাল ও ভাত খেয়েছেন তিনি। সকালে একটি রুটি-হালুয়া নাস্তা ভাগে পেয়েছেন সেলিমপুত্র। যতদিন করাগারে থাকবেন, এসব খেয়েই তাকে বাঁচতে হবে। বাইরে থেকে খাবার নিয়ে আসার কোন সুযোগ নেই।

গত রোববার রাতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান। ধানমণ্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে সংসদ সদস্যের স্টিকারযুক্ত একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই গাড়িতে ছিলেন হাজী সেলিমের ছেলে ইরফান। ওয়াসিফ নিজের পরিচয় দিয়ে গাড়িটিকে থামতে ইশারা করেন ও কথা বলতে চান। তখন তাকে মারধর করে রক্তাক্ত করেন ইরফান ও তার লোকজন। পরে গতকাল সকালে ধানমণ্ডি থানায় মামলা করেন ওয়াসিফ। ইরফানকে গ্রেপ্তার করে পুলিশ।