খেলাধুলা ২৮ অক্টোবর, ২০২০ ০৯:৪২

কেউ যেন আমার মতো ভুল না করে : সাকিব

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট ভক্তদের অপেক্ষার প্রহর শেষ। আজ শেষ হচ্ছে সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা। এদিকে অনাকাঙ্ক্ষিত ভুল নিয়ে সাকিব আহ্বান জানিয়েছেন, তাঁর মতো ভুল যেন আর কেউ না করে।

গতকাল মঙ্গলবার নিউইয়র্কে সাকিব আল হাসানকে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রবাসীরা। অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ক্রিকেটে ফিরব ভেবে ভালো লাগছে। দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি। চেষ্টা সব সময়ই থাকবে।’ 

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনার কথা জানতে চাইলে সাকিব বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কিনা, এটা তো বলা মুশকিল। কিন্তু দলের তো ইচ্ছা থাকবেই। যেন আমরা ভালো ফল করতে পারি ও বাংলাদেশকে গর্ব এনে দিতে পারি।’

উল্লেখ্য, সাকিবকে ফাঁসানোর পেছনে ছিলেন দীপক আগারওয়াল নামের একজন ভারতীয় জুয়াড়ি। মোট তিনটি অভিযোগ এনে সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে ভুল স্বীকার করায় এক বছরের শাস্তি কমানো হয়।