আন্তর্জাতিক ৩০ অক্টোবর, ২০২০ ১০:৩৬

মিলল বরফ যুগের পায়ের ছাপযুক্ত দীর্ঘপথের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

বিজ্ঞানের অগ্রযাত্রার সঙ্গে মানুষের জানার আগ্রহও বাড়ছে মহাবিশ্বের সৃষ্টির রহস্য থেকে শুরু করে মানব ইতিহাস এবং পৃথিবীর আদি অধিবাসীদের নিয়েও চলছে নিরন্তর গবেষণা পাওয়া যাচ্ছে নতুন নতুন তথ্য আজ থেকে প্রায় ১০ হাজার বছর আগে বরফ যুগে ধরায় মানুষের বসবাস ছিল কি-না বা তাদের জীবনযাপন কেমন ছিল, সে সম্পর্কে আরও আগে থেকে তথ্য দিতে শুরু করেছেন বিজ্ঞানীরা

মানুষের বসবাসের প্রমাণস্বরূপ বিভিন্ন সময় উদ্ঘাটিত হয়েছে পায়ের ছাপ কিন্তু ওই বৈরী আবহাওয়ায় প্রায় দেড় কিলোমিটার হেঁটে যাওয়ার প্রমাণ এবারই প্রথম পাওয়া গেল নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কে পাওয়া পদচিহ্নগুলো বরফ যুগের শেষে দিকের বলে গবেষকরা জানিয়েছেন

ত্রৈমাসিক সাময়িকী সায়েন্স রিভিউসে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, কোনো একদিন এক তরুণ বা কিশোর বয়সী নারী এমন এলাকা দিয়ে বাচ্চা কোলে নিয়ে দীর্ঘপথ হেঁটে গেছে, যে অঞ্চলে মূলত দৈত্যাকার সব প্রাণী বিচরণ করত আবহাওয়া পরিবেশ বিবেচনায় ওই অঞ্চল তখন মানুষের চলাচলের জন্য ছিল অনুপযোগী

পিটসবার্গের চাথাম ইউনিভার্সিটির বিবর্তনবাদী জীববিজ্ঞানী কেভিন হাতালা বলেন, এই আবিস্কার আসলে অনন্য এর মাধ্যমে ওই সময়ে বসবাসকারীদের আচরণ সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে এটি আজকের মানবজাতির সঙ্গে পূর্বপুরুষদের ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারেও গুরুত্বপূর্ণ তথ্য দেবে বর্তমানে নারীরা যেভাবে তাদের বাহুতে বাচ্চা বহন করে, সম্ভবত এই প্রথাটাও সেই যুগের সূত্র: সায়েন্স নিউজ