আন্তর্জাতিক ৩০ অক্টোবর, ২০২০ ০২:৪২

নাগরিক অস্থিরতা আশঙ্কায় ফেসবুক প্রধানের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক 

নাগরিক অশান্তি সৃষ্টির আশঙ্কায় ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ সতর্ক করেছে। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, মার্কিন নির্বাচনে দীর্ঘ সময় ধরে ভোট গ্রহন করা হয়, যা সামাজিক নেটওয়ার্কের জন্য একটি “পরীক্ষা”। খবর এএফপি’র।

জুকারবার্গ সপ্তাহের শুরুর দিকে ক্যাপটল হিলে এক অধিবেশনে কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছেন। ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্কালে ফেসবুকের রাজনৈতিক বিজ্ঞাপন নিয়েও চলতি সপ্তাহের প্রথম দিকে বিভ্রান্তি দেখা দেয়।

জুকারবার্গ বলেন,‘আমি উদ্বিগ্ন যে আমাদের জাতি বিভক্ত হয়ে পড়েছে এবং নির্বাচনের ফলাফল চূড়ান্ত হতে কয়েকদিন বা সপ্তাহ নেয়া হলে সেক্ষেত্রে নাগরিক অস্থিরতার ঝুঁকি থেকে যাবে।’

তিনি বলেন, “যদিও পরের সপ্তাহটি ফেসবুকের জন্য একটি পরীক্ষা হবে, তবে আমরা আমাদের কাজ নিয়ে গর্বিত।” ৩ নভেম্বরের পরেও আমাদের কাজ থামবে না’ উল্লেখ করে তিনি বলেন, “সুতরাং আমরা নতুন হুমকির আশঙ্কার কথা ভেবে বিশ্ব জুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ও অধিকার রক্ষায় সংগ্রামরতদের কন্ঠস্বর শোনার জন্য আমাদের পদ্ধতির উন্নয়ন সাধন করব।”