আন্তর্জাতিক ৩০ অক্টোবর, ২০২০ ০৩:০৫

১১ সংস্থার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে নতুন করে ১১টি সংস্থার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা মার্কিন নিষেধ উপেক্ষা করে ইরানের সঙ্গে ব্যবসা চালাচ্ছিল।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, ইরান থেকে ইয়েমেনগামী একটি জাহাজ আটক করেছিল মার্কিন নৌবাহিনী। জাহাজে বিপুল পরিমাণ মিসাইল ছিল। ইরান ইয়েমেনের কাছে ওই মিসাইল বিক্রি করছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

ইরান থেকে ভেনেজুয়েলাগামী জাহাজ থেকে বিপুল পেট্রোলিয়াম উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র, খবর ডয়েচে ভেলের।

গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বেঞ্চ জানিয়েছে, আরো ১১টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা সংস্থা ওই কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না। অভিযোগে বলা হয়েছে, ওই কোম্পানিগুলো মার্কিন নিষেধ উপেক্ষা করে ইরানের সঙ্গে ব্যবসা করেছে।

এদিকে বৃহস্পতিবারই মিসাইল উদ্ধারের বিষয়টি জানায় মার্কিন প্রশাসন। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ইয়েমেনের কাছে অস্ত্র বিক্রি করছে ইরান। জব্দ করা সব অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলাগামী জাহাজ আটক করেছিল মার্কিন নৌবহর। ওই জাহাজে ভেনেজুয়েলাকে তেল পাঠাচ্ছিল ইরান। যুক্তরাষ্ট্র সেই তেল আটক করে নিলামে বিক্রিও করে দিয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র।