খেলাধুলা ৩১ অক্টোবর, ২০২০ ০৪:২৬

করোনাভাইরাস থেকে মুক্ত হলেন রোনালদো।

স্পোর্টস ডেস্ক

করোনাভাইরাস থেকে মুক্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাস বিষয়টি নিশ্চিত করেছে।ইতালিয়ান দলটির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার করোনা টেস্টে করিয়েছিলেন পর্তুগীজ মহাতারকা। সময় তার রিপোর্ট নেগেটিভ আসে।

জাতীয় দলের হয়ে ফ্রান্সে খেলতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৫ বছর বয়সী রোনালদো। ১৯ দিনের মাথায় তিনি সেরে উঠলেন। এখন থেকে তাকে আর আইসোলেশনে থাকতে হবে না বলে জানিয়েছে জুভেন্টাস।

রোববার স্পেজিয়ার বিপক্ষে সিরি ম্যাচে মাঠে নামতে পারবেন তিনি। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে কোচ আন্দ্রেয়া পিরলোর সিদ্ধান্তের ওপর।

১৩ অক্টোবর করোনা ছোবলে পড়েন রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রান্ত হওয়ার পর নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে খেলতে পারেননি।

পর্তুগালের লিসবন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ইতালির তুরিনে উড়ে আসেন পর্তুগীজ অধিনায়ক। এর পর থেকে আইসোলেশনে ছিলেন তিনি। তাই চ্যাম্পিয়নস লিগের বার্সেলোনার বিপক্ষে খেলতে পারেননি রোনালদো।