Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

শীত যেন দিচ্ছে উঁকি

ডেস্ক রিপোর্ট

হেমন্তের ভোরে শিশির সিক্ত দূর্বা ঘাস পথঘাট সূর্যের আলোতে শিশির দানামুক্তার মতো জ্বল জ্বল করে জানান দিচ্ছে শীত এসে গেছে

কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের উদয় শীতের আমেজ না, সত্যিকারের শীত আজ বৃহস্পতিবার ভোরে কিছুটা জানান দিয়েছে শীতের আগমনী বার্তা তবে লেপ, কম্বল বের করতে শুরু করেছে অনেকে।

কুয়াশামাখা প্রকৃতি আর মাঠে মাঠে ফসলের সম্ভাবনার ঘ্রাণ, কৃষকের চোখে-মুখে আনন্দের রেখা উৎসব আর আনন্দের মাঝে অনেক গ্রামে শুরু হয়েছে আগাম ধান কাটা দিনে গরম, রাতে শীতল হাওয়া আর ভোরের ঘন কুয়াশা বলে দিচ্ছে শীত আর দূরে নেই গ্রামাঞ্চলে একটু বেশি শীত পড়তে শুরু করেছে এখনও সেভাবে শীত অনুভূত না হলেও সন্ধ্যা আর শেষ রাতে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে শীতের আগমনী বার্তার কড়া নাড়া শুরু হয়েছেশেষ রাতে গায়ে কাঁথা চাপাচ্ছেন অনেকেই যদিও দিনে গরমের তীব্রতা খুব একটা কমেনি

প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতে না হতেই রঙ বে-রঙের অতিথি পাখির করতালে বিভিন্ন বিল, খাল জলাশায়গুলোতে নানা প্রজাতির অতিথি পাখির আগমন শুরু হয়েছে


আরো খবর