খেলাধুলা ৫ নভেম্বর, ২০২০ ০৯:২৫

নিউজিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ রঙ্কি

স্পোর্টস ডেস্ক

উইকেটকিপার ব্যাটসম্যান লুক রঙ্কিকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড। সাবেক কোচ পিটার ফুলটনের স্থলাভিষিক্ত হয়ে কাজ করবেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের হয়ে খেলা রঙ্কি। 

সবশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর নিউজিল্যান্ডের হয়ে খেলতে দেখা যায়নি রঙ্কিকে। তবে ফ্র্যাঞ্চাইজি টি-২০ আসরগুলোতে খেলে যাচ্ছিলেন তিনি। 

কিউইদের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। তিনি জানান, ‘আমি অনেক আনন্দিত। আবার দলের সঙ্গে মধ্যে ফিরে আসা এবং কাজ করতে পারব। এটা ভেবে ভালো লাগছে। ব্যাটসম্যানদের কিভাবে আরো সমৃদ্ধ করা যায় তা নিয়ে কাজ করব।’

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দিয়ে অভিষেক হয় রঙ্কির। অজিদের হয়ে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। এরপর খেলেন জন্মভূমি নিউজিল্যান্ডের হয়ে। কিউইদের হয়ে খেলেছেন ৪টি টেস্ট আর ৮৫টি ওয়ানডে আর ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ।