খেলাধুলা ৫ নভেম্বর, ২০২০ ১২:৪০

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট

জাহানারাদের ৪৭ রান, সালমাদের সহজ জয়

স্পোর্টস ডেস্ক

নারীদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের দুই নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলমের দল। শারজায় সালমার দল ট্রেইলব্রেজার্সের কাছে ৯ উইকেটে হেরেছে জাহানারার ভেলোসিটি।

দ্বিতীয় ম্যাচেই লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছে জাহানারার ভেলোসিটি। মাত্র ৪৭ রানেই অল-আউট।

মাত্র ৭ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সালমাদের ট্রেইলব্লেজার্স। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান আসে ওপেনার ডেন্ড্রা ডট্টিনের ব্যাটে। আরেক ওপেনার স্মৃতি মান্দানা ৬ রান করে সাজঘরে ফিরলেও রিচা ঘোষের ১৩ রানে ভর করে জয় তুলে নেয় ব্লেজার্সরা।

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এবারের আসরের প্রথম ম্যাচে সুপারনোভাকে হারিয়ে মিশন শুরু করে ভেলোসিটি। সুপারনোভাকে ৫ উইকেটে হারানোর দিনে বাংলাদেশি পেসার জাহানারার ভূমিকাও।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ওপেনার শাফালি ভার্মার ১৩, শিখা পান্ডের ১০ আর লিফ কাসপার্কের ১১ রান ছাড়া বাকিরা পাঁচ রানের কোঠাও পার করতে পারেনি। ব্যাট হাতে জাহানারা করেন ৫ বলে ১ রান। সবমিলে ১৫ ওভার ১ বলে ৪৭ রান তুলতেই সব উইকেট হারায় ভেলোসিটি।