জাতীয় ৬ নভেম্বর, ২০২০ ০৩:৫০

পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসবে আজ

ডেস্ক রিপোর্ট

পদ্মা নদীতে তীব্র স্রোত ও আলো স্বল্পতা না থাকলে এবং আবহাওয়াসহ পরিস্থিতি অনুকূলে থাকলে আজ শুক্রবার পদ্মা সেতুতে বসবে ৩৬তম স্প্যান। এতে দৃশ্যমান হবে সেতুর পাঁচ হাজার ৪০০ মিটার। বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) মো. দেওয়ান আবদুল কাদের।

তিনি জানান, স্প্যানটি শুক্রবার বসানোর উদ্দেশ্যে পূব প্রস্তুতি অনুযায়ী মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়ান-ই এর মাধ্যমে ২ ও ৩ নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়া হবে। পরে স্প্যানটি বসানো হবে।