অপরাধ ও দুর্নীতি ৭ নভেম্বর, ২০২০ ০৪:১০

কিশোর গ্যাং লিডার লিমন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার হিসেবে আলোচিত সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর মেহেদীবাগ এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সজল দাশ নিরব (২৩) নামে তার এক সহযোগীকে বিদেশি অস্ত্রসহ সিআরবি এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার লিমন ২০১৩ সালে সিআরবির সাত রাস্তা মোড়ে টেন্ডার নিয়ে সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে আরও দুটি মারামারি মামলা রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সুদীপ্ত হত্যা মামলার আসামি মোক্তারকে মারধরের মামলায় লিমনকে গ্রেফতার করেছে।

গোয়েন্দা পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আলী হোসাইন বলেন, সম্প্রতি আদালত ভবনে একটি মারামারির ঘটনার তদন্তে লিমনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে সজল দাশ নিরবকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। লিমনের বিরেুদ্ধে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজিরও অভিযোগ আছে।

সাইফুল আলম লিমন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের টেন্ডার জমা নিয়ে গোলাগুলিতে জড়ায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর ও সাইফুল আলম লিমনের অনুসারীরা। এতে এক শিশুসহ বাবরের অনুসারী সাজু পালিত গুলিতে মারা যায়। এ ঘটনায় লিমনকে আসামি করা হয়।