খেলাধুলা ১০ নভেম্বর, ২০২০ ১১:৫১

ইনজুরির থাবায় ফুটবল তারকারা, মাথায় হাত ক্লাবগুলোর

স্পোর্টস ডেস্ক

ফ্রান্সের লিগ ওয়ান এবং জার্মান বুন্দেসলিগার পয়েন্ট টেবিল পিএসজি এবং বায়ার্ন মিউনিখের দখলে। বাকি লিগ গুলোর অবস্থা পুরোটাই উল্টো। ইউরোপ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে জাগানিয়া। লা লিগায় রিয়াল সোসিয়েদাদ। প্রিমিয়ার লিগের শীর্ষে লেস্টার সিটি। সিরি আ'তে এসি মিলান শীর্ষস্থান দখলে রেখেছে।

ইউরোপের সেরা দলগুলোর লিগে খারাপ করার কারণ হিসেবে বিশেষজ্ঞরা দুষছেন চ্যাম্পিয়নস লিগের চাপকে।

বেশি ম্যাচ খেলার ওই চাপে ক্লাবের বড় বড় তারকারা পড়েছেন ইনজুরিতে। চোট সংকট কাটিয়েই উঠতে পারছে না ম্যানসিটি-লিভারপুল, রিয়াল-বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মিলান। সম্প্রতি বার্সেলোনার তরুণ তারকা আনসু ফাতি ইনজুরিতে পড়েছেন। হাঁটু অস্ত্রোপচারের জন্য চার মাস থাকতে হবে মাঠের বাইরে। কুতিনহো ও নেই মাঠে। ক্যাম্প ন্যু শিবিরে চলছে ইনজুরি সংকট।

রিয়াল মাদ্রিদের এডেন হ্যাজার্ড ইনজুরিতে ছিলেন। তিনি ফিরতেই এক মাসের জন্য ছিটকে গেছেন মিডফিল্ডার ফেদে ভালভার্দে। মাঠের বাইরে দানি কারভাহাল-আলভারো অদ্রিওজলা। করোনায় পড়েছেন কাসেমিরো-এডেন হ্যাজার্ড-এদের মিলিতাও। আন্তর্জাতিক বিরতির পরে যদি আরও ফুটবলার ইনজুরি বাধিয়ে ফেরেন দল সাজানোই কঠিন হয়ে দাঁড়াবে লস ব্লাঙ্কোসদের।

ওদিকে ব্রাজিল নেইমারকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নামানোয় কপালে চিন্তার ভাঁজ ফেলছে পিএসজি কোচ টমাস টাখেলের। মাঠের বাইরে স্ট্রাইকার মাউরো ইকার্দি। জুলিয়ন ড্রাক্সলারকে পাচ্ছেন না কোচ। ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় থাকা এমবাপ্পে পর্তুগালের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী। ডিফেন্ডার কিমপেম্বেও ইনজুরিতে।

ম্যানসিটির আগুয়েরো ইনজুরি থেকে ফিরছেন তো বাইরে চলে যাচ্ছেন গ্যাব্রিয়েল জেসুস। জেসুস ফিরতেই আবার করোনা সংকটে ছিটকে গেছেন আগুয়েরো। সাথে আছে ইনজুরি সংকটও। কিছুতেই পেপ গার্দিওয়ালা যেন গুছিয়ে উঠতে পারছেন না। আবার লিভারপুল ইনজুরিতে হারিয়েছে তাদের রক্ষণের সব ভরসা। ভার্জিল ভ্যান ডাইক, অ্যালেক্সজান্ডার অরনাল্ড, ফ্যাবিনহো, চেম্বারলিন সবাই মাঠের বাইরে।

ওদিকে ইউরোপের অন্য লিগে করোনাকালের মতো পাঁচ ফুটবলার বদলির নিয়ম থাকলেও প্রিমিয়ার লিগ এই নিয়ম বদলে ফেলেছে। তারা পূর্বের মতো তিন বদলির নিয়মে ফিরে এসেছে। লিভারপুল কোচ ক্লপ এবং ম্যানসিটি কোচ পেপ বিষয়টি ভাবতে বলেছেন। কারণ ফুটবলারদের টাইট এই সূচির মধ্যে বিশ্রাম দরকার। তা না হলে, ইনজুরি সংকট আরও খারাপ রূপ নিতে পারে। শেষ হয়ে যেতে পারে প্রতিভাবান-প্রতিশ্রুতিশীল অনেক ফুটবলারের ক্যারিয়ার।