খেলাধুলা ১০ নভেম্বর, ২০২০ ১২:১৭

সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক

দু-একদিনের মধ্যেই সাবেক ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক লিওপোলডো লুকে। অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলার।

গত মঙ্গলবার ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এ সম্পর্কে লুকে বলেন, ‘এখন বাড়ি ফেরার সময় হয়েছে ম্যারাডোনার। আগামীকালই হয়তো সেটা হতে পারে। তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠছেন, যা খুবই ভালো লক্ষণ।’ খবর রয়টার্সের।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ৬০তম জন্মবার্ষিকীতে আর্জেন্টাইন প্রিমিয়ার লিগের ক্লাব জিমানসিয়ার স্টেডিয়ামে গিয়ে অসুস্থ হয়ে পরেন ম্যারাডোনা। এর পরই তাঁকে ক্লাবের কাছাকাছি একটি ক্লিনিক লা প্লাটায় ভর্তি করা হয়। তখন তাঁর রক্তশূন্যতা ও পানিশূন্যতার বিষয়টি ধরা পড়ে। পরে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। দ্রুতই বুয়েন্স আয়ার্সের একটি বিশেষজ্ঞ হাসপাতালে ম্যারাডোনাকে স্থানান্তর করা হয়, সেখানেই তাঁর সফল অস্ত্রোপচার হয়।