জাতীয় ১১ নভেম্বর, ২০২০ ১০:৩২

“বিএনপির গণতন্ত্র চর্চা শেখা উচিত”

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধী দলেরও শেখার অনেক কিছু আছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, দেশের ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে।

আজ বুধবার তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন।

এসময় তিনি বলেন, নির্বাচনের ফলাফল বিএনপির পক্ষে গেলেই নির্বাচন কমিশন ভালো। আর সুষ্ঠ নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করলেই ইসি খারাপ হয়ে যায়।

গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধী দল হিসেবে বিএনপি পর্যন্ত কী ভূমিকা রেখেছেএমন প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, ‘সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদগার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু অর্জন নেই।

তিনি বলেন, ‘সরকারের কোনও একটা ভালো কাজের প্রশংসা বিএনপির মুখ দিয়ে বের হয় না। তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারে না। বিরোধিতাই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল। বিএনপি কীভাবে গণতন্ত্রের বিকাশমান রঙধনুতে রঙ যুক্ত করবে?’

তিনি বলেন, ‘বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয়। দলটি জন্ম থেকে পর্যন্ত তা প্রমাণ করেছে বারবার।

মির্জা ফখরুলের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপ মুক্ত হয়ে কাজ করছে। সরকার কোনও কিছুতেই হস্তক্ষেপ করেনি। থেকেই প্রমাণ হয় বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে। আসলে বিএনপির পক্ষে রায় গেলে তারা বিচার বিভাগকে ধন্যবাদ জানায় আর বিপক্ষে গেলে বলে সরকার হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করে।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন বিষয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নিজেদের ভরাডুবি টের পেয়ে বরাবরের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা নানান অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।