জাতীয় ১১ নভেম্বর, ২০২০ ১২:০৩

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন

রাত পোহালেই ভোট, এজেন্ট দিতে পারবে কী বিএনপি?

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বৃহস্পতিবার ঢাকা-১৮ সিরাজগঞ্জ- সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে

এই নির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ বিএনপির মধ্যেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে ঢাকা-১৮ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করছেন হাবিব হাসান বিএনপির টিকিটে নির্বাচন করছেন জাহাঙ্গীর হোসেন আর সিরাজগঞ্জ- আসনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করছেন তানভীর শাকিল জয় বিএনপির টিকিটে নির্বাচন করছেন সেলিম রেজা

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, ঢাকা-১৮ সিরাজগঞ্জ- উপনির্বাচনকে ঘিরে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ১০ নভেম্বর (মঙ্গলবার) মধ্যরাত ১২টা থেকে ১৩ নভেম্বর (শুক্রবার) মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে

পাশাপাশি বুধবার রাত ১২টা থেকে ১২ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্রাক পিকআপ চলাচল করতে পারবে না তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট এবং দেশি/বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা যাবে

এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগের যানবাহন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না

উল্লেখ্য, বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে বিএনপি তাদের নির্বাচনী এজেন্টদের কেন্দ্রে উপস্থিত রাখতে পারেনি যদিও বিএনপির দাবি ছিল ক্ষমতাসীনদের বাধার মুখেই তারা পিছু হটেছেন

সর্বশেষ ঢাকা- আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীকে হারিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম মনু