খেলাধুলা ১১ নভেম্বর, ২০২০ ০২:৪২

“বঙ্গবন্ধু কাপ” সম্প্রচার করবে টি-স্পোর্টস

স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার করবে দেশের নবাগত স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। চলতি মাসেই পাঁচ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পুরো মিডিয়া স্বত্বই পেয়েছে নতুন এই চ্যানেলটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বুধবার মিরপুর শেরেবাংলা সাংবাদিকদের তিনি বলেন, ‘উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টি স্পোর্টস টি-টোয়েন্টি কাপের টেলিভিশন স্বত্ব পেয়েছে।’

কবে নাগাদ টি-টোয়েন্টি কাপ মাঠে গড়াবে তা এখনো ঠিক হয়নি। নভেম্বরের শেষ দিকে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ১১৩ ক্রিকেটার ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন। বিপ টেস্টে সর্বোচ্চ ১৩.৭ স্কোর করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। পাস মার্ক পায়নি নাসির হোসেন ও সুভাশীষ রায়ে।

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্টে অংশ নিচ্ছে বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা।