স্বাস্থ্য সেবা ২৬ আগস্ট, ২০১৯ ১২:৫৩

বিরল রোগে আক্রান্ত শিশু তাসফিয়া

ডেস্ক রিপোর্ট ।।
চাঁপাইনবাবগঞ্জে বিরল রোগে আক্রান্ত দরিদ্র পরিবারে সাড়ে তিন বছরের শিশু কন্যা তাসফিয়া জাহান মুনিরা। তার বাবা দিনমজুর মাসুদুজ্জামান মামুন। বাড়ি নাচোল বনবিভাগের পাশে গোডাউন পাড়া।

শিশু তাসফিয়া জন্মের পর থেকেই তার শরীরের লম্বা লম্বা পশম দেখা যায়। দিন যতই গড়াচ্ছে পশমগুলিও বাড়তে বাড়তে পশুর মতো দেখা যাচ্ছে। শিশু তাসফিয়ার শরীরের পিঠের ছোট্ট একটি টিউমার থেকে এটির উৎপত্তি বলে তাসফিয়ার মা তানজিলা খাতুন জানান।

তাসফিয়ার বয়স যখন ৬ দিন তখন তার পরিবার তাসফিয়ার এ সমস্যাটি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যায়। চিকিৎসকদের বিষয়টি অবহিত করে। পরে চিকিৎসকরা একটি বোর্ড বসিয়ে এটিকে একটি বিরল প্রকৃতির চর্ম রোগ বলে সনাক্ত করেন।

চিকিৎসকরা শিশু তাসফিয়ার বয়স ৩/৪ বছর হলে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু বর্তমানে তাসফিয়ার সমস্ত শরীর লোমে ভরে গেছে। এমনকি মুখের উপর, তালুতে কালসিটে দাগও ছড়িয়ে পড়েছে।

শিশুটির মা তানজিলা খাতুন জানান, গরমের দিনে শিশুর শরীর থেকে তাপ বের হতে থাকে। দিনে ২/৩ বার গোসল করাতে হয়। ভিজে কাপড় পরিয়ে দিনরাত ফ্যানের নিচে রাখতে হয়। বিদ্যুৎ না থাকলে হাত পাখার বাতাস করতে হয় তাকে। পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় বর্তমানে হোমিও চিকিৎসা করাচ্ছেন বলে জানায় তার পরিবার।

তাসফিয়ার বাবা স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, সরকারিভাবে এবং সমাজের বিত্তবানদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলে তিনি ভারতে গিয়ে চিকিৎসা করাবেন মেয়ের।