রাজনীতি ১২ নভেম্বর, ২০২০ ০৪:১২

কেন্দ্র পরিদর্শন করছেন বিএনপির প্রার্থী জাহাঙ্গীর

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর আজ বৃহস্পতিবার সকালে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর আজ বৃহস্পতিবার সকালে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।

ডেস্ক রিপোর্ট

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর এবং আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ হাবিব হাসান।
 
আজ সকালে ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোতে যেতে শুরু করেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর। সকাল সাড়ে ৮টার মধ্যেই তিনি রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা মডেল হাই স্কুল, নওয়াব হাবিবুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তবে এসব এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে তেমন কোনো নেতাকর্মী দেখা যায়নি। এমনকি ভোটারদের স্লিপ দিয়ে সহযোগিতা করতেও কাউকে দেখা যায়নি।
 
সকালে আবদুল্লাহপুর আদর্শ বিদ্যানিকেতনসহ কয়েকটি কেন্দ্রে গিয়ে বিএনপির কোনো এজেন্টকে পাওয়া যায়নি।
 
তবে এই আসনের প্রতিটি কেন্দ্রের বাইরে ও ভেতরে নৌকা প্রতীকের সমর্থকদের দেখা গেছে। তারা সবাই নৌকা প্রতীকের কার্ড গলায় ঝুলিয়ে সেখানে অবস্থান করছে। যদিও কেন্দ্রের প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি রয়েছে। কেন্দ্রে প্রবেশের মুখে ভোটার, সাংবাদিক সবাইকে কার্ড দেখে ঢুকতে দেওয়া হচ্ছে।
 
আবদুল্লাহপুর আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে শহিদুল ইসলাম নামের একজনের কাছে কেন্দ্রের ভেতরে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটারদের সহযোগিতা করতে এসেছি।’