জাতীয় ১৩ নভেম্বর, ২০২০ ০৯:৫৩

এএসপি আনিসুল করিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে নির্মমভাবে হত্যার শিকার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি করা হয়।

মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি রাষ্ট্রের সম্পদ। কিন্তু একটি হাসপাতালে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তার এ হত্যাকাণ্ডকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, আমাদের সহপাঠী আনিসুল করিম শিপন আমাদের মাঝে নেই। কিন্তু তার শিশু সন্তান আছে। আমরা আনিসুল হক শিপনের শিশুর অভিভাবক হিসেবে, তার ভাই হিসেবে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই। একইসাথে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।