কৃষি ২৬ আগস্ট, ২০১৯ ০৫:২৬

কৃষি ও মৎস্যখাতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কৃষি ও মৎস্যখাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন মৎস্যখাতকে টেকসই করে তুলতে গবেষণাকে আরও তরান্বিত করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। 

কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে সিলেটে শুরু হয়েছে টেকসই মৎস্যখাত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। রবিবার সকালে নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

এদিকে শনিবার রাত ১০টায় সিলেট ভিআইপি সার্কিট হাউজে সিলেট অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ধান এখন কৃষকদের তেমন লাভ দিতে পারছে না। তাই বিকল্প ফসল ফলাতে হবে কৃষকদের। এ ক্ষেত্রে সিলেট একটি সম্ভাবনাময় অঞ্চল।