অপরাধ ও দুর্নীতি ১৪ নভেম্বর, ২০২০ ০৮:০৩

বাস পোড়ানোর ঘটনায় দলীয় পরিচয় পাওয়া গেছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বাসে অগ্নিসংযোগের তদন্তে অধিকাংশ ক্ষেত্রেই দলীয় পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএমপি এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে নজরদারি বাড়ানো হয়েছে

আজ শনিবার সকালে ডিএমপির কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন

এদিকে গত বৃহস্পতিবারের ঘটনায় পল্টন থানায় আরো একটি মামলা হয়েছে নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো ১৪টিতে

ডিএমপি কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, 'তারা কি কারণে ঘটনা ঘটালেন বা তাদের উদ্দেশ্য কি ছিল এগুলো আমরা জানার চেষ্টা করব এবং একইসাথে তাদের সহযোগী কারা ছিল তারা কাদের নির্দেশনায় কাজগুলো করেছে সে বিষয়গুলো জানার চেষ্টা করব আমরা সতর্কতা হিসেবে পুলিশের টহল, চেকপোষ্ট এগুলো বৃদ্ধির পাশাপাশি আমাদের গোয়েন্দা বৃদ্ধি করব'

এর আগে, রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, ইশরাক হোসেনসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে ১৩টি মামলা করেছে পুলিশ মামলাগুলোতে গ্রেফতার হওয়া ৪১ জনের মধ্যে ৩২ জনকে রিমান্ড দিয়েছেন আদালত

ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীজুড়ে নাশকতার ঘটনায় ভাড়াটে অপরাধীরা অংশ নেয় তাদের উদ্দেশ্য ছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি করা

ডিএমপি জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০টি বাস পোড়ানোর ঘটনায় জড়িতদের বেশিরভাগকে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের