খেলাধুলা ১৮ নভেম্বর, ২০২০ ১০:৩৭

সাকিবের সাথেই থাকছে দেহরক্ষী

ক্রীড়া প্রতিবেদক

কলকাতায় পূজার অনুষ্ঠানে যোগ দেবার পর বিপাকে সাকিব আল হাসান সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের জন্য সবাই যখন অপেক্ষা করছে ঠিক তখনই ঘটলো উল্টো কাহেনী

প্রতি মুহূর্তে তাকে শুনতে হচ্ছে নানান কথা এমনকি হত্যার হুমকিও।সেই হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে ্যাব তবুও নিরাপত্তাহীনতায় সাকিব

তার নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিয়েছে মোহাম্মদ মোতালেব নামের একজন সশস্ত্র দেহরক্ষীকে

এই সশস্ত্র দেহরক্ষী সাকিবকে তার বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে বাইরে যেখানেই যাওয়া হবে সেখানে থাকবেন তিনি এমনটা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন

নিজামুদ্দিন চৌধুরী বলেন, সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রত্যয়ী তাই তার জন্য একজন দেহরক্ষী নিয়োগ করা হয়েছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা বিবেচনা করেই এমন পদক্ষেপ নিয়েছে বিসিবি

জানা গেছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগ পর্যন্ত এই দেহরক্ষী সাকিবের নিরাপত্তার দায়িত্বে থাকবেন