শিল্প ও সাহিত্য ২০ নভেম্বর, ২০২০ ০৮:৩৭

স্কটিশ লেখক ডগলাসের বুকার অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

‘শুগি বেইন’ উপন্যাসের জন্য এ বছর বুকার পুরস্কার পেয়েছেন স্কটিশ-আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট।

৪৪ বছর বয়সী এই লেখকের প্রথম উপন্যাস এটা। গতকাল বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করা হয়। খবর আল জাজিরার।

‘শুগি বেইন’ কিশোর শুগিকে উপজীব্য করে লেখা একটি বই। বইটি নিজের মাকে উৎসর্গ করেছেন ১৬ বছর বয়সে মাকে হারানো লেখক। ডগলাস বলেন, বইয়ের প্রতিটি পাতায় মা সম্পর্কে আমি পরিষ্কার করে বলেছি। তাকে ছাড়া আমি এখানে আসতে পারতাম না।

উপন্যাসটিতে লেখকের নিজের জীবনের ওপর ভিত্তি করে গল্প তুলে ধরা হয়েছে। আশির দশকের গ্লাসগোতে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠে এক কিশোর। যার মা লড়ছেন মাদকাসক্তির বিরুদ্ধে।

যুক্তরাজ্য ১৯৬৯ সাল থেকে সাহিত্যে 'ম্যান বুকার' পুরস্কার দেয়। ইংরেজি ভাষায় লেখা সেরা মৌলিক উপন্যাসের জন্য ঘোষণা করা হয় এই পুরস্কার। পুরস্কারের জন্য ডগলাস পাচ্ছেন নগদ ৫০ হাজার পাউন্ড।