রাজনীতি ২১ নভেম্বর, ২০২০ ০৯:৫১

'সরকার মৃত ব্যক্তিকেও ভয় পায়'

নিজস্ব প্রতিবেদক

সরকার শুধু বিএনপি, খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে ভয় না, মৃত ব্যক্তিকেও ভয়। তাই তারা পায়তারা করে জিয়াউর রহমানের মাজার সরানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী . এহসানুল হক মিলন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল নামে একটি সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে

এহসানুল হক মিলন বলেন, যাদের হাতে দেশ নিরাপদ না তাদের বিদায় দিয়ে দেশকে মুক্ত করতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট তিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সন্তান আর বেগম জিয়া নারী শিক্ষাসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অবদান রেখেছিলেন এই সরকার সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে অটো প্রমোশনের ব্যবস্থা করেছে

আজ বেগম জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না, সরকার ভয় পাচ্ছে বেগম জিয়াকে এক কারাগার থেকে আরেক কারাগারে স্থানান্তর করা হয়েছে, মুক্তি দেওয়া হয়নি বেগম জিয়া মুক্ত হলে, পাগল ইসি দিয়ে ভোটার বিহীন নির্বাচন হবে না বেগম জিয়া মুক্ত হলে শিক্ষা-স্বাস্থ্য খাত নিয়ে তামাশা করা চলবে না আমরা বেগম জিয়াকে মুক্ত করার মাধ্যমে আবার দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনবো

জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী মনির, শাহজাহান সম্রাট, সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবেদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ