বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২১ নভেম্বর, ২০২০ ০১:৪২

কমছে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা

নিজস্ব প্রতিবেদক

এক মাসে দেশে নতুন মোবাইল সংযোগকারীর সংখ্যা বাড়েছে। কিন্তু উল্টো পথে হাঁটছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত অক্টোবর মাসের প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

গত এক মাসে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে ৩ লাখ ৭২ হাজার। অপরদিকে দেশে নতুন মোবাইল সংযোগের সংখ্যা বেড়েছে প্রায় ৯ লাখ ৬০ হাজার।

সেপ্টেম্বর মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১ কোটি ১১ লাখ ৩৪ হাজার। অক্টোবর শেষে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৭ লাখ ৬২ হাজার। এক মাসেই মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৩ লাখ ৭২ হাজার। প্রতিবেদন বিটিআরসির।

এদিকে অপরিবর্তিত রয়েছে ব্রডব্যান্ড (আইএসপি ও পিএসটিএন) ইন্টারনেট গ্রাহকের সংখ্যা। সেপ্টেম্বরে বিটিআরসি যে প্রতিবেদন প্রকাশ করেছিল, সেখানে ব্রডব্যান্ডের গ্রাহক ছিল ৮৬ লাখ ৫৬ হাজার, অক্টোবর শেষেও তাই।

একই প্রতিবেদনে অক্টোবর মাসে দেশের মোবাইল সংযোগের সংখ্যা ছিল ১৬ কোটি ৮০ লাখ ৬৯ হাজার। সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার। এক মাসে সংযোগ বেড়েছে প্রায় ৯ লাখ ৬০ হাজার।

যথারীতি শীর্ষে রয়েছে গ্রামীণফোন, তাদের সংযোগ সংখ্যা ৭ কোটি ৮১ লাখ ২১ হাজার। ৫ কোটি ৪ লাখ ১৩ হাজার সংযোগ নিয়ে রবি রয়েছে দ্বিতীয় স্থানে। ৩ কোটি ৪৯ লাখ ১৭ হাজার সংযোগ বাংলালিংকের। আর রাষ্ট্রায়ত্ত মোবাইলফোন অপারেটর টেলিটকের সংযোগ ৪৬ লাখ ১৮ হাজার।