বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৩ নভেম্বর, ২০২০ ০৬:২১

বাংলাদেশের আদালতে ফেইসবুকের মামলা

ডেস্ক রিপোর্ট

ফেইসবুক ডটকমডটবিডির বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা করেছে ফেইসবুক কর্তৃপক্ষ, এতে ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপুরণ চাওয়া হয়েছে গতকাল ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলাটি দায়ের করেন ফেসবুক কর্তৃপক্ষের নিয়োগকৃত আইনজীবী মোকছেদুল ইসলাম

এ মামলাটি করা হয়েছে এ-ওয়ান সফটওয়্যার লিমিটেড ও এসকে শামসুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে ফেইসবুক ডটকম নামটি নিবন্ধন করায় ওই বছরই ফেইসবুক ডটকমডটবিডি নামে একটি ডোমেইন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর কাছ থেকে বরাদ্দ নেন এস কে শামসুল ইসলাম

সম্প্রতি ‘ফেইসবুক ডটকমডটবিডি’ ডোমেইনটি বিক্রির বিজ্ঞাপন দিলে তা ফেইসবুক কর্তৃপক্ষের নজরে আসে সেই ডোমেইনটির দাম ৬ মিলিয়ন মার্কিন ডলার বিক্রির বিজ্ঞাপন দেয়া হয়েছে

এরপর ফেইসবুক কর্তৃপক্ষ ডোমেইনটি বন্ধ করার জন্য আইনি নোটিস পাঠালেও তা বন্ধ না করায় মামলা দায়ের করা হয়েছে বলে ফেইসবুকের আইনজীবীর প্যানেলের সদস্য এসএম আরিফুর রহমান জানান

ফেইসবুক বা বিখ্যাত কোনো ব্র্যান্ডের নাম ব্যবহার করে এখন কেউ ডোমেইন বরাদ্দ নিতে চাইলে তা দেয়া হয় নাসুপরিচিত যে কোনো ব্র্যান্ডের নামে কোনো ডোমেইন এখন আমরা দেই না আগামী ১ ডিসেম্বর শুনানির দিন ঠিক করেছেন বলে বলে জানা যায়