Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

যারা থাকছেন বাইডেনের মন্ত্রিসভায়

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় সোমবার মন্ত্রিসভায় মনোনীত ব্যক্তিদের নাম জানিয়েছেন। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগে একজন নারী নিয়োগ পাচ্ছেন।

কিউবার বংশোদ্ভূত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সাবেক উপমন্ত্রী আলহান্দ্রো মায়োরকেসকে এই বিভাগের নেতৃত্বের জন্য মনোনীত করেছেন বাইডেন। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে বাইডেন মনোনীত করেছেন অ্যাভরিল হেইনেসকে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) সাবেক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা। খবর সিএনএনের।

অর্থমন্ত্রী হিসেবে জানেট ইয়ালেনের নাম আসতে পারে বলেন শোনা যাচ্ছে। মনোনয়ন নিশ্চিত হলে প্রথম নারী অর্থমন্ত্রী হবেন তিনি।

বাইডেনের শীর্ষ পররাষ্ট্র নীতিবিষয়ক কর্মকর্তা অ্যান্টনি ব্লেংকেন হবেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন জ্যাক সুলিভান।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বাইডেন জলবায়ু বিভাগের দায়িত্ব দিতে পারেন। প্যারিস জলবায়ু চুক্তিতে কেরি ভূমিকা রেখেছিলেন।

বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘মনোনীত সবাই সৃজনশীল ও সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় অভিজ্ঞ। নতুন সময়ে পুরোনো ধ্যানধারণা ও অভ্যাস থেকে বেরিয়ে এসে তাঁরা সবাই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রাখেন। এ কারণে আমি তাঁদের বাছাই করেছি।’
সিনেট ইনটেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গোয়েন্দা সংস্থার নেতা হিসেবে হেইনসের নিয়োগ নিশ্চিত করতে রিপাবলিকানদের দিকে ঝুঁকেছে।


আরো খবর