খেলাধুলা ২৪ নভেম্বর, ২০২০ ০৭:০৮

মাঠের বাইরে ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক

মাংসপেশিতে চোটের কারণে প্রায় ১০দিন মাঠের বাইরে থাকতে হতে পারে জ্লাতান ইব্রাহিমোভিচকে। সিরি’আ লিগে নাপোলির বিপক্ষে ম্যাচ চলাকালীন এ চোট পান সুইডিশ স্ট্রাইকার।

৩৯ বছর বয়সী তারকা চলতি মৌসুমে আছেন দুর্দান্ত ফর্মে। নাপোলির বিপক্ষে তাঁর করা জোড়া গোলে। এসি মিলান জয় লাভ করে ৩-১ ব্যবধানে। মিলানের এক কর্মকর্তা জানিয়েছেন, ইব্রাহিমোভিচ সুস্থ হতে দুই বা তিন সপ্তাহ লাগতে পারে।

সুইডিশ স্ট্রাইকার লিগের চলতি মৌসুমে ৬ ম্যাচে করেছেন ১০ গোল। চোটের কারণে তিনি ইউরোপা লিগে ‘এইচ’ গ্রুপের শীর্ষ দল ফরাসি ক্লাব লিলে এবং স্কটল্যান্ডের সেল্টিকের বিপক্ষেসহ স্পার্তা প্রাগের ম্যাচেও না থাকার সম্ভাবনা রয়েছে ইব্রার।