বিনোদন ২৪ নভেম্বর, ২০২০ ০৯:৩২

রাজ্জাকের পরিবারে করোনার হানা

বিনোদন ডেস্ক

প্রয়াত নায়করাজ রাজ্জাকের পরিবারের করোনার থাবা। আক্রান্ত হয়েছেন তার দুই ছেলে নায়ক বাপ্পারাজ ও সম্রাট। তাঁরা দুজনেই রয়েছেন আইসোলেশনে। নিজ বাসায় থেকেই তারা চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। এদিক তাদের মা খায়রুন্নেছা লক্ষ্মী নিরাপদ রয়েছেন।

এ বিষয়ে বাপ্পরাজ গণমাধ্যমকে জানান,‘পুরো করোনা পরিস্থিতিতে তারা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে থেকেছেন। তারপরও কীভাবে কী হলো বুঝতে পারছি না। আমরা সবাই ডাক্তারের পরামর্শ মতো বাসাতে আছি। সবার শারীরিক অবস্থা ভালো। আমাদের জন্য সবাই দোয়া দোয়া করবেন।’

j

জানা গেছে, সপ্তাহখানেক আগে বাপ্পারাজ ও তার ছোট ভাই সম্রাট এবং তাদের স্ত্রী-সন্তানেরা করোনায় আক্রান্ত হন। বাদ যাননি তাদের গৃহপরিচারিকাও। নায়করাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষ্মী আপাতত তার বোনের বাসায় রয়েছেন। সংক্রমণ না ছড়াতেই পরিবার থেকে আলাদা রাখা হয়েছে তাকে।

ব্যক্তিজীবনে নায়করাজ রাজ্জাক ১৯৬২ সালে খায়রুন্নেছা লক্ষ্মীকে বিয়ে করেন। এ দম্পতির পাঁচ সন্তান। তাঁরা হলেন রেজাউল করিম বাপ্পারাজ, নাসরিন পাশা শম্পা, রওশন হোসাইন বাপ্পী, আফরিন আলম ময়না ও খালিদ হোসাইন সম্রাট। বাবার মতো সিনেমার পর্দায় নাম লিখিয়েছেন বাপ্পারাজ ও সম্রাট।