ধর্ম ও জীবন ২৪ নভেম্বর, ২০২০ ০২:১৮

ধর্ম প্রতিমন্ত্রী হলেন ইসলামপুরের সাংসদ

নিজস্ব প্রতিবেদক

 ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় শপথ নিলেন জামালপুর- (ইসলামপুর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল সন্ধ্যা ৭টার দিকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ফরিদুল হক খানকে শপথ পাঠ করান আজ রাতেই তার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে

 ফরিদুল হক খান দুলাল জামালপুর- আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নবম, দশম একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন

ফরিদুল হক খানের জন্ম ১৯৫৬ সালের জানুয়ারি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে তার বাবার নাম মো. হবিবর রহমান খান মায়ের নাম মোসাম্মৎ ফাতেমা খানম তিনি দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন

আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ২০১৯ সালের জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ ৪৬ সদস্যের ওই মন্ত্রিসভায় ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী তিনজন উপমন্ত্রী নিয়োগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ছয় মন্ত্রণালয় রাখা হয় এরপর ছোট আকারে মন্ত্রিসভায় দুই দফা পরিবর্তন আনা হয় বর্তমানে মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী তিনজন উপমন্ত্রী রয়েছেন ফরিদুল হক খান প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হলে প্রতিমন্ত্রী দাঁড়াবে ১৯ জনে

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে বছরের ১৩ জুন রাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পদটি শূন্য হয়