বিনোদন ২৫ নভেম্বর, ২০২০ ০৬:১৬

সারিকার প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক

বাংলালিংক দেশ বিজ্ঞাপনের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পায় সে সময়ের এক ঝাঁক তারকা তাদের মধ্যে ছিলেন সারিকা।  সাকিরা মডেলিংয়ের মাধ্যমেই প্রথম নজর কাড়েন সবার। এর পর নাটকের অভিনয়েও দেখা যেতে থাকে তাকে। কয়েক বছর বেশ দাপটের সঙ্গেই মিডিয়ায় প্রাণবন্ত উপস্থিতি ছিল এ অভিনেত্রীর।

ক্যারিয়ারের শীর্ষ সাফল্য অর্জন করার সময়ই হঠাৎ ছন্দপতন। হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ আরও কিছু অভিযোগ ওঠে তার বিরদ্ধে। জানা যায় বিয়ের পর পরিবার নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। এরপর মা হওয়ায় স্বাভাবিকভাবেই মিডিয়ায় কাজ থেকে বিরত থাকতে হয় তাকে।

এভাবে একজন জনপ্রিয় অভিনয় তারকা হারিয়ে ফেলেন এক সাফল্যের অধ্যায়। দীর্ঘ বিরতির ফের সারিকা সরব হচ্ছে মিডিয়ায়। বিগত দুই বছর ধরেই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন সারিকা। গত বছরও খুব বেশি ব্যস্ত না থাকলেও চলতি বছর থেকে কাজের গতি বাড়িয়েছেন তিনি। বিশেষ করে গত ঈদের পর থেকে বিরতিহীনভাবেই অভিনয় করছেন।

আগের মতো দর্শকপ্রিয়তা না থাকলেও পর্যায়ক্রমে আবারও দর্শকের প্রিয় অভিনেত্রী হতে যাচ্ছেন সারিকা। এরই মধ্যে তিনি শেষ করেছেন ‘যমজ ১৪’, বিইউ শুভর ‘থার্ড ক্লাস’, দীপু হাজরার ‘গেম অব লাইফ’, রিপনের ‘ভালোবেসে যে পথ হারায়’ নাটকের কাজ।
নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে সারিকা জানান, ‘ভালোবেসে যে পথ হারায়’ নাটকটিতে আমি ৬০ বছরের বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে অভিনয় করাটা আমার জন্য বেশ কঠিন ছিল। তার পরও আমি চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

ধীরে ধীরে ফের দর্শক মনে জায়গা করে নিচ্ছেন এ অভিনেত্রী।