অপরাধ ও দুর্নীতি ২৬ নভেম্বর, ২০২০ ০৪:১১

পাপুলসহ ৬ জনের সম্পদের হিসাব চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

সম্পদের হিসাব চেয়ে লক্ষ্মীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রীসহ ছয়জনকে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের পরিচালক আকতার হোসেন আজাদের স্বাক্ষরিত নোটিশ তাদের পাঠানো হয়।

নোটিশে বলা হয়, ওই ছয়জনের নিজের ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের উৎস সম্পর্কে বিবরণ নোটিশপ্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে।

নোটিশে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে অথবা বিবরণে মিথ্যা তথ্য দিলে দুদক আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো অন্য পাঁচজন হলেন- পাপুলের স্ত্রী সংরক্ষিত ৪৯ নম্বর নারী আসনের এমপি কাজী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কাজী মো. জামশেদ কবির বাকীবিল্লাহ, রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলতাপ হোসেন হাওলাদার ও স্থানীয় ইসমাইল খোকন।

অর্থ পাচারের অভিযোগে এমপি পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে ১১ নভেম্বর মামলা করে দুদক। অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শেষে এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।