বিনোদন ২৭ নভেম্বর, ২০২০ ০৪:১৩

‘বাবু খাইছো’ ধরনের গান নিয়ে চটলেন মনির খান

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর মাসের ৫ তারিখে ইউটিউবে প্রথমবার আপলোড করা হয় 'বাবু খাইছো' শিরোনামের গান। তারপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইউটিউবে চলতি মাসেই রিলিজ করা হয় গানটি, আর খুব অল্প সময়েই এটি ভাইরাল হয়। এরপর পর্যায়ক্রমে গানটি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা।   

"বাবু খাইছো" এই গানটি নিয়ে সম্প্রতি নিজের অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী মনির খান। তিনি গণমাধ্যমকে বলেন, সবচেয়ে বড় কথা, যাঁরা যোগ্য, যাঁরা গুণী, যাঁরা বাংলাদেশের ঐতিহ্য টিকিয়ে রাখার ক্ষেত্রে অবদান রাখতে পারবেন, তাঁদের নিয়ে কাজ করতে হবে। আর এখন যে ‘বাবু খাইছ’, এই ধরনের গান যদি ভাইরাল হয়, এ দেশের সংগীতের, সংস্কৃতির, সমাজের উন্নতি কোনো দিনই হওয়া সম্ভব নয়। ‘বাবু খাইছ’ ধরনের গান প্রচারে সেন্সরবোর্ড বসানো দরকার। সরকারি তদারকি দরকার। সমাজকে নষ্ট করার জন্য এই ধরনের গানের প্রচারণাও বন্ধ করতে হবে।

হ

তিনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হচ্ছি, আগের মতো গান হচ্ছে না। আমি বলতে চাই, সবাই সময়ের পেছনে দৌড়াতে গিয়ে সৃষ্টির পেছনে দৌড়ানো ভুলে গেছি। যুক্তরাষ্ট্রে কী হচ্ছে, লন্ডনে কী হচ্ছে, কোন রকশিল্পী কী করছে, আর আমি কার পায়ে পা দিয়ে এগিয়ে যেতে পারব।  কীভাবে দ্রুত নামধাম হবে, কীভাবে পরিচিতি লাভ করব। এসব শর্টকাট উপায় ভাবি। কিন্তু সবাইকে বুঝতে হবে, সংগীত গুরুমুখী বিদ্যা। পুঁথিগত বিদ্যার গুরুত্বও এখানে আছে কিন্তু আমরা মোটেও ওস্তাদের কাছে যাচ্ছি না। ভালো গানের জন্য ছুটছি না।

উল্লেখ্য, ২৫ বছর আগে প্রকাশিত হয় সংগীতশিল্পী মনির খানের প্রথম অডিও অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’। মিলটন খন্দকারের কথা ও সুরে এটি প্রকাশ করে বিউটি কর্নার। ২০১৮ সাল পর্যন্ত তাঁর ৪৩টি একক এবং তিন শতাধিক দ্বৈত ও মিশ্র গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।