অপরাধ ও দুর্নীতি ২৭ নভেম্বর, ২০২০ ০৪:৪৭

যে পুকুরে পাওয়া যায় সরকারি ওষুধ

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের কালিহাতী পুকুর থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জোয়াইর কমিউনিটি ক্লিনিকের পাশের একটি পুকুর থেকে এ ওষুধগুলো উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে রুম্মান সিদ্দিকী।

ওই ক্লিনিকের সিএইচ সিপি মাসুদ সিদ্দিকীকে অভিযুক্ত করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকীর ছোট ভাই মাসুদ সিদ্দিকী জোয়াইর কমিনিটি ক্লিনিকের কর্মকর্তা। মাসের পর মাস ক্লিনিক বন্ধ থাকে, রোগী এসে চিকিৎসা ও ওষুধ না পেয়ে ফেরত যায়। বেশ কয়েক দিন ধরেই কমিউনিটি ক্লিনিকের পাশের একটি পুকুরে ওষুধ ভাসতে দেখে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে রুম্মান সিদ্দিকীকে জানান স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে রুম্মান সিদ্দিকী জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ন সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। ওই ক্লিনিকের সিএইচ সিপি মাসুদ সিদ্দিকীকে অভিযুক্ত করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান জানান, অভিযুক্ত সিএইচ সিপি মাসুদ সিদ্দিকীর বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।