বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন হুট করেই তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে নাম পরিবর্তন করে নাম দিলেন রাখলেন ‘তারা’। তাহলে কি নাম বদল করলেন এ নায়িকা? এ প্রশ্ন এখন নেটিজেনদের মনে।
২০১৫ সালের ২৭ নভেম্বর মুক্তি পেয়েছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর অভিনীত ‘তামাশা’ সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে তাঁর চরিত্রের নাম ছিল ‘তারা’ আর আর তাঁর বিপরীতে দেখা গেছে রাণবীর কাপুরকে ‘বেদ’ চরিত্রে। জানা যায় সিনেমাটি ইমতিয়াজ আলি পরিচালিত বক্স অফিসে হিট হয়। আর স্মৃতিচারণ করতে গিয়েই টুইটারে নিজের আইডির নাম বদল করেছেন বলিউডের এ সুন্দরী।
মুক্তির পর সিনেমাটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ৮৭ কোটি রুপি ব্যায়ে নির্মিত সিনেমাটি বক্স অফিস আয় ছিল প্রায় ১৩৭ কোটি ভারতীয় রুপি। সিনেমায় ‘বেদ’র চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা কুড়িয়েছিলেন রণবীর। সিনেমার গল্প বলার ধরন, নির্মাণ কৌশল আর গানের ব্যবহার- সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ পেয়েছিল দর্শকরা। এ আর রহমানের সুরে এ সিনেমার গানগুলো ছিল অনবদ্য। বিশেষ করে ‘আগর তুম সাথ হো’ গানটি আজও ব্যাপক জনপ্রিয়।
শুধু দীপিকাই নন, তাদের ভক্তরাও ‘তামাশা’ সিনেমার পাঁচ বছর পূর্তি উদযাপন করছেন সোশ্যাল দুনিয়ায়। ‘#ফাইভ ইয়ার্স অব তামাশা’ লিখে পোস্ট করছেন রণ-দীপ ভক্তরা। ফলে ফের আলোচনায় উঠে এসেছে ‘তামাশা’ সিনেমাটি।