বিনোদন ডেস্ক
১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি। দেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের বিপরীতে দেখা যাবে এ নায়িকাকে। এতে মাহিয়া আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। ইতিমধ্যে ছবিটির টাইটেল গান প্রকাশিত হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। তাতে দর্শকদের প্রতিক্রিয়াও বেশ ভালো ও ইতিবাচক। অন্যান্য ছবি থেকে নতুন এই ছবিটি নিয়ে মাহির প্রত্যাশা তুলনামূলকভাবেই বেশি।
শাকিব খানের মতো তারকা ছবিটিতে থাকায় দর্শকদের মাঝে বেশ আগ্রহ দেখতে পাচ্ছেন উল্লেখ করে মাহি গণমাধ্যমকে জানান,’ছবিটা খুব ভালো হয়েছে।শুটিং শুরু করার পর থেকেই মানুষজনের মধ্যে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি। আমি ভীষণ আশাবাদী। ছবিটি দর্শকদের ভালো লাগবে আশা করি।‘ ‘নবাব এলএলবি’ ছবিতে শাকিব খান-মাহি ছাড়া আরো অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, রাশেদ মামুন অপু ও শহীদুজ্জামান সেলিম।
‘ভালোবাসা আজকাল’ সিনেমার প্রায় সাত বছর পর শাকিব খানের সঙ্গে ছবি করছেন মাহিয়া মাহি। দীর্ঘদিন পর তাদের রসায়ন কেমন হয় সেটিই এখন দেখার অপেক্ষা। এদিকে, প্রেক্ষাগৃহে ছবি মুক্তি না পাওয়া নিয়ে কিছুটা আক্ষেপ ও দুঃখ প্রকাশ করেছেন মাহি। হল ভর্তি দর্শক সিনেমা দেখলে সেটার অনুভূতি অন্যরকম বলে জানান তিনি ‘অগ্নি’ খ্যাত এ নায়িকা। বর্তমানে ব্যাস্ত সময় পার করছেন এ নায়িকা।
উল্লেখ্য, ‘ভালোবাসার রং’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে মাহির। এরই মধ্যে এ নায়িকা ৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।