অপরাধ ও দুর্নীতি ২২ নভেম্বর, ২০২০ ০৯:২০

হাজী সেলিমদের রক্ষাকর্তারাই দুদক চালায় : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশ স্বাধীনতার ৪৯ বছরে কেবল উন্নয়নের নামে পতনের দিকে এগিয়ে গেছে; আর এই সুযোগে হাজী সেলিমদের রক্ষাকর্তারাই দুদক চালায়। তা না হলে এত এত দুর্নীতির প্রমাণের পরও হাজী সেলিমের মত জঘণ্য ব্যক্তি বহাল তবিয়তে থাকে কি করে?

২২ নভেম্বর বিকেল ৫ টায় তোপখানা রোডস্থ গীতিকার আহমেদ কায়সার লাউঞ্জে অনুষ্ঠিত জাতীয় পেশাজীবীধারার এক কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় পেশাজীবীধারার আহবায়ক অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত তিনি আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে ধ্বংস করার জন্য শিক্ষাঙ্গণ বন্ধ কিন্তু তাদের আড্ডা-মাদক সহ সকল অন্যায়কে উন্মুক্ত করার মধ্য দিয়ে ছিনতাই-রাহাজানী-চুরি-ডাকাতি-দুর্নীতি বাড়াচ্ছে সরকার ও প্রশাসনের একাংশ। বিনিময়ে একটি চক্র কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করার সুযোগ যেমন পাচ্ছে, তেমন ক্রমশ দরিদ্রের সংখ্যা বাড়ছে।

এই পরিস্থিতির উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত রাজপথে থাকলেও চাটুকার আর লোক দেখানো সমালোচকরা ঘরে বসে সরকারের সকল অন্যায়কে হালাল বলে ঘোষণা দিয়ে মাঠে নেমেছে ফান্স নিয়ে। এই চক্রটি মূলত তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে যেই মহানবী হযরত মুহাম্মদ সা.-এর কোন চিত্রই নেই; সেখানে তাঁর ব্যঙ্গচিত্র করেছে বলে হুজুগ উঠিয়ে অসংখ্য অন্যায় ঢেকে দিতে মাঠে নেমেছে।

সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় পেশাজীবীধারার সহ-সভাপতি প্রকৌশলী জিনাত জাহান খান প্রমুখ বক্তব্য রাখেন।