Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার খাগড়াছড়ি রিজিয়ন ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সার্বিক ব্যবস্থাপনায় দীঘিনালা জোনের তত্ত্বাবধানে বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসাসেবার দায়িত্বে ছিলেন, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের চিকিৎসক ডাঃ মেজর রাশা রহমান,ডাঃ ওয়াজেদুল মাহমুদ আসিফ, দীঘিনালা জোনের চিকিৎসক ডাঃ ক্যাপ্টেন আহসান হাবীব নোমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ আনিসুর রহমান।

সেবা নিতে আসা বিনা চাকমা বলেন, আমি আর আমার ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ পেয়ে খুব ভালো লাগছে।

এ বিষয়ে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা জানান, চমৎকার পরিবেশে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসাসেবা কার্যক্রম চলছে। অনেক দূর্গম এলাকার বিশেষ করে আমাদের পাহাড়ী লোকজন চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়েছে।

মেডিকেল ক্যাম্প এর নিরাপত্তা এবং সমন্বয়ক অফিসার মেজর মোঃ সাকিব হোসেন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬৫০জন এবং বাঙালি ৩৭০ জন সর্বমোট ১০২০জন গরীব দুঃস্থ অসহায় লোকজনের মাঝে চিকিৎসাসেবা সহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।


আরো খবর