উন্নয়ন সংবাদ ২৮ নভেম্বর, ২০২০ ১১:৫৬

দেশে উদ্ভাবন হলো বিচিমুক্ত নতুন পেয়ারার জাত

ডেস্ক রিপোর্ট

রাঙ্গামাটির রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের হাতধরে দেশে উদ্ভাবন হলো বিচিমুক্ত পেয়ারার নতুন জাত, বারি পেয়ারা-৪।  নতুন এই জাত ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া গেলে পেয়ারা চাষে নতুন বিপ্লব আসবে বলে মনে করছেন গবেষকরা।

বিচিমুক্ত সুস্বাদু পেয়ারার জাত উদ্ভাবনে গত প্রায় সাত বছর ধরে, গবেষণা করে আসছিলেন, রাঙামাটির রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। 

বিজ্ঞানীরা জানান, নতুন জাতের এই পেয়ারার ফলন হয় সারা বছরই। প্রতি হেক্টরে বছরে উৎপাদন সম্ভব প্রায় ৩২ মেট্রিক টন। যা নাশপাতি এবং আপেলের বিকল্প হিসেবে, দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখবে বলে, আশা করছেন তারা।