আন্তর্জাতিক ২৯ নভেম্বর, ২০২০ ১০:০০

৩ বছরের শিশুর অবিশ্বাস্য কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মাত্র তিন বছরেই অদ্বিত গোলেচার স্মৃতিশক্তির খেলা দেখিয়ে তাক লাগিয়ে দিলো। ১৯৫টি দেশের পতাকা দেখে সেসব দেশের এবং তাদের রাজধানীর নাম বলে দিচ্ছে ভারতীয় বংশোদ্ভুত অদ্বিত।

প্রখর স্মৃতিশক্তির কারণে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসেও লেখা হয়েছে বিস্ময় শিশু অদ্বিতের নাম।

অদ্বিতের মা শ্বেতা গোলেচা বলেন, ছেলে এখনো পড়া শিখছে। তবে ওর বাবা হঠাৎ বুঝতে পারে যে অদ্বিতের পিকচার মেমোরি বা ছবি দেখে চিহ্নিত করার শক্তি অনেক ভালো। করোনাকালে ঘরে থাকাকালে ওকে আমরা আমাদের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজনের ছবি দেখালে ও খুব সহজেই তাদের চিহ্নিত করছিল। পরে অদ্বিতের বাবা গৌরভ ওকে গাড়ির লোগো, সংযুক্ত আরব আমিরাতের নেতাদের এবং বলিউড অভিনেতাদের ছবি দেখালে তাদেরকে অনায়াসে চিহ্নিত করে সে।

ভারতের হায়দরাবাদ থেকে আরব আমিরাতে পাড়ি জমানো এই জুটি সিদ্ধান্ত নেন, তাঁরা বিভিন্ন দেশের পতাকা দেখিয়ে তাঁদের সন্তানের স্মৃতিশক্তির পরীক্ষা নেবেন।

অদ্বিতের মা শ্বেতা বলেন, জুন থেকে আগস্ট পর্যন্ত প্রতিদিন সকালে ১৫ মিনিট করে বিভিন্ন দেশের পতাকা দেখিয়ে সেই দেশ ও রাজধানীর নাম শোনানো হয়। অদ্বিত ভালোমতোই সব আয়ত্ব করতে থাকে।