বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৮ আগস্ট, ২০১৯ ০৮:৫৬

এবার চাঁদের বুকে বাংলার বিজ্ঞানী

চাঁদের পিঠের ছবি তুলে পাঠাল ভারতীয় চন্দ্রযান-২। এর আগেও চন্দ্রপৃষ্ঠের ছবি দেখা গিয়েছিল। তবে এবার আরো কাছ থেকে কিছু ছবি পাঠানো হয়েছে। তাতে একাধিক বৃহৎ গহ্বর (ক্রেটার) চোখে পড়েছে। তাদের মধ্যে রয়েছে, পদ্মভূষণ খেতাবজয়ী এক বাঙালি পদার্থ বিজ্ঞানী অধ্যাপক শিশির কুমার মিত্রের নামে একটি গহ্বরও; যার নাম ‘মিত্র ক্রেটার।’
 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-২ চাঁদের পিঠের বিভিন্ন স্থানের একাধিক বৃহৎ গহ্বরের (ক্রেটার) ছবি তুলে পাঠাচ্ছে। তাদের মধ্যে ওই গহ্বরটির এ নামকরণ করা হল।

বিজ্ঞানীরা বলেন, এই গহ্বরগুলি আসলে আগ্নেয়গিরির জ্বালামুখ। যেগুলি অতীতে সক্রিয় ছিল। এখন সেই আগ্নেয়গিরিগুলি মৃত। ওই সব গহ্বরের মধ্যে একটির নাম দেয়া হয়েছে পদ্মভূষণ খেতাবজয়ী এক বাঙালি পদার্থ বিজ্ঞানী অধ্যাপক শিশির কুমার মিত্রের নামে। ইসরোর বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘মিত্র নামের গহ্বরটি ৯২ কিলোমিটার চওড়া।