টেক ডেস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ‘নিউজ’ শিরোনামে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে। যেখানে নিবন্ধিত সংবাদমাধ্যমের খবর প্রদর্শন করা হবে।
বর্তমানে শুধু যুক্তরাজ্যে এই নতুন ফিচার চালু করেছে ফেসবুক। আর এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া সংবাদমাধ্যম ও প্রকাশকদের ‘নিজস্ব’ খবরের জন্য আগামী জানুয়ারি থেকে অর্থ প্রদান করতে যাচ্ছে ফেসবুক। তারা জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে নতুন এই সেবা উদ্বোধনের পর এর পরিধি বাড়বে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ‘চুরি’ করা নিউজ নিয়ে প্রায় এক বছর ভাবনার পর ফেসবুক সম্প্রতি যুক্তরাজ্যে বেশ কিছু সংবাদমাধ্যম ও প্রকাশকদের সঙ্গে চুক্তি সেরেছে; যারা নিজস্ব খবরের জন্য অর্থ পাবে। সেই তালিকায় আছে হার্স্ট, দ্য গার্ডিয়ান মিডিয়া গ্রুপ, আঞ্চলিক সংবাদপত্র জায়ান্ট জেপিআই মিডিয়া ও মিডল্যান্ড নিউজ অ্যাসোসিয়েশন।
তবে নতুন এই ফিচার শুধু মোবাইল অ্যাপে চালু হচ্ছে, ডেস্কটপ কিংবা ওয়েব ব্রাউজারে ‘নিউজ’ ফিচার দেখানো হবে না।