Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

ভালো কিছুর অপেক্ষায় জামাল

স্পোর্টস ডেস্ক

বেশ কিছুদিন ধরে বেশ ব্যস্ত জেমি ডের শিষ্যরা। কারণ আজ শুক্রবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ‘ই’ গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ।

দুটি প্রস্তুতি ম্যাচে হারের পর কাতারের কন্ডিশন যে বাংলাদেশের প্রতিকূলে না তা বেশ বোঝা যায়। জামাল ভুঁইয়াও স্বীকার করেছেন এমনটা। এক সংবাদ সম্মেলনে জামাল ভুঁইয়া বলেন, আশা করছি ভালো কিছু হবে। আগামীকালকে ম্যাচে লক্ষ্য হচ্ছে ১ পয়েন্ট আদায় করে নেওয়া। ওরা অনেক শক্তিশালী দল। কাতার এখন এশিয়াতে এক নাম্বার, সুতরাং ১ পয়েন্ট আদায় করার লক্ষ্য থাকবে।

জামাল আরো বলেন, দলের অবস্থা অনেক ভালো এখন। পাঁচ সপ্তাহ যাবত খুব কঠিন অনুশীলন করেছি। এরই মধ্যে চারটি ম্যাচও খেলেছি। ফিটনেস খুবই ভালো। সবাই এখন মোটামুটি শতভাগ ফিট আছে।

বিশ্বে ৫৯তম কাতারের বিপক্ষে মাঠে নামার আগে ফিফা র‍্যাকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। জামালদের অবস্থান এখন ১৮৪তম। আজ শুক্রবার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।


আরো খবর