বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৫ ডিসেম্বর, ২০২০ ০৭:১৩

বাজারে এলো ল্যাপটপের পাওয়ার ব্যাংক

টেক ডেস্ক

ভারতীয় বাজারে এসেছে প্রথম ল্যাপটপ পাওয়ার ব্যাংক। ২০ হাজার মিলিঅ্যাম্পহার্জ ক্ষমতাসম্পন্ন এই চার্জার তৈরি করেছে ইভিএম। এই আল্ট্রা ব্ল্যাক প্রিমিয়াম মেটাল বডির এই পাওয়ার ব্যাংকটির দাম পড়বে ভারতীয় ৯৯৯৯ রুপি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউএসবি টাইপ সি কানেক্টর দিয়ে একসঙ্গে চার্জ করা যাবে তিনটি ডিভাইস। থাকছে ইনল্যাপ পাওয়ার এর উপর তিন বছরের ওয়ারেন্টি সুবিধা।

এই পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেয়া যাবে ম্যাকবুক, ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, এমএস সারফেস প্রো, ডেল এক্সপিএস ১৩, এইচপি স্পেক্ট্রি এক্স৩৬০, লেনোভো আইডিয়াপ্যাড, এলজি গ্রাম, আসুস জেনবুক১৩’র মতো ল্যাপটপগুলি। এমনকি চার্জ দেয়া যাবে ইউএসবি টাইপ সি কানেক্টর সাপোর্টেড মোবাইল ফোনও।