বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৫ ডিসেম্বর, ২০২০ ০৯:৫১

বিক্রি বেড়েছে অ্যাপল ওয়াচের

টেক ডেস্ক

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইতিহাসের সবচেয়ে বেশি ওয়াচ (ঘড়ি) বিক্রি করেছে। করোনার মধ্যেও এমন রেকর্ডকে বিস্ময় হিসেবে দেখছে প্রযুক্তি বিশ্লেষকরা।

২০২০ সালের তৃতীয় প্রান্তিকে অ্যাপল ওয়াচের বিক্রি ১ কোটি ১৮ লাখ ইউনিটে পৌঁছায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬৮ লাখ ইউনিট। বছরের ব্যবধানে অ্যাপল ওয়াচের বিক্রি বেড়েছে ৭৫ শতাংশ। প্রতিবেদন গেজেটস নাউএর।

আইডিসির এক মুখপাত্র বলেন, করোনা মহামারির কারণে অ্যাপল ওয়াচ ও এয়ারপডের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এছাড়া ‘ওয়াচ এসই’ মডেলের দাম কিছুটা কম হওয়ায় অনেক গ্রাহক এটি কিনতে সক্ষম হয়েছেন।

আইডিসির তথ্য বলছে, ঘরির বিশ্ববাজারের ২১ দশমিক ৬ শতাংশ মার্কেট শেয়ার আছে অ্যাপলের দখলে। অ্যাপলের ওপরে আছে শুধু শাওমি, যার মার্কেট শেয়ার ২৪ দশমিক ৫ শতাংশ।