বিনোদন ৬ ডিসেম্বর, ২০২০ ১২:০৯

‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শুটিং মুম্বাইয়ে

বিনোদন ডেস্ক

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা ‘বঙ্গবন্ধু’। চলতি বছরের ১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন (তৎকালে ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক গেজেটে এই সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত হয় অভিনেতা অভিনেত্রী।

তথ্য মন্ত্রণালয় বরাত জানা গিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমার শুট  শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সিনেমটির শুট স্থগিত করা হয়।

সম্প্রতি জানা গেল, বাংলাদেশে নয়, ভারতের মুম্বাইয়ে সিনেমাটির শুট হতে যাচ্ছে আগামী জানুয়ারিতে। আজ এ তথ্য নিশ্চিত করেছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। তিনি গণমাধ্যমে বলেন, ‘হ্যাঁ, জানুয়ারিতে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। এটা মনে হয় ১৯ জানুয়ারি...।’ 

গেজেটে ঘোষিত প্রাথমিক তালিকা অনুসারে ‘বঙ্গবন্ধু’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

এছাড়া, সিনেমাটি পরিচালনা করবেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক হিসেবে কাজ করবেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।